নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম :- মধ্যমগ্রাম ওভার ব্রিজের সামনে টোটোর ধাক্কা স্কুটিতে ব্রিজ থেকে নামা লরির ধাক্কায় মৃত এন আর এস এর কর্মরত নার্স লক্ষ্মী সিং(৪০) মধ্যমগ্রামের বাসিন্দা । স্থানীয়দের অভিযোগ, মধ্যমগ্রাম স্টেশন থেকে চৌমাথা দিকে আসার সময় একটি টোটো স্কুটিতে ধাক্কা দেয় । সেই সময় স্কুটির পিছনে বসেছিলো এই মহিলা । ধাক্কায় রাস্তায় ছিটকে পরে গেলে পিছন থেকে আসা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয় মহিলার । ঘটনা স্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় । পুলিশ লড়ির চালকে আটক করেছে তবে পলাতক টোটো চালক । তবে মধ্যমগ্রাম শহর জুড়ে বেআইনি টোটোর দৌরাত্ম্য ক্ষুব্ধ সাধারণ মানুষে । গোটা ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ । তবে কতো দিনে এই টোটোকে আইনি ভাবে নিয়ন্ত্রণ করতে পারে প্রশাসন সেটাই এখন দেখার ।।