সনাতন গরাই, দুর্গাপুর :- ৭৩তম স্বাধীনতা দিবসের দিন দুর্গাপুর জুড়ে কালো মেঘ সাথে সকাল থেকে টিপ টিপ বৃষ্টি, আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই চলে পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের দিন পাড়ার ক্লাবে বৃষ্টিকে উপেক্ষা করেই অনুষ্ঠান দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। শুধু পাড়ার ক্লাব না সাথে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনৈতিক মহল সকলেই ব্যাস্ত স্বাধীনতা দিবস পালনে। কোনো ক্লাবে নিত্য সংগীত আবার কোনো ক্লাবে বৃক্ষরোপন কর্মসূচি স্বাধীনতা দিবসের দিন সকলেই মেতে সামাজিক কাজে।রাজনৈতিক নেতারাও রাজনৈতিক রঙ ভুলে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে ব্যাস্ত থাকেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষদের সুবিধা অসুবিধার কথা জানতে। বিষ্ণুপুর বিনাপানি ক্লাবে পতাকা উত্তোলনের পাশাপাশি সকাল থেকে বাচ্চাদের নাচ,গান থেকে বাচ্চাদের নাটক।অনুষ্ঠান শেষে গ্রামের মানুষের জন্য থাকে মিষ্টিমুখের ব্যাবস্থা।দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পরিয়াল এই দিন দুর্গাপুর তারকনাথ বিদ্যালযের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন।পাশাপাশি স্কুলের সুবিধা অসুবিধা কথা শুনেন।