সনাতন গরাই, দুর্গাপুর :- মা দুর্গার আগমনির দিন থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো হওয়া অফিস।সেই কথামত সেই দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনো মাঝারি তো কখনো ভারী বৃষ্টি হচ্ছে।নবমীর দিন থেকে দুর্গাপুরে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।দশমীর দিন সকাল থেকেই শুরু কখনো মাঝারি তো কখনো ভারী বৃষ্টি।অন্যান্য বছরের মত এই বছরও চিত্তলয়ের ময়দানে রাবণ দহন শান্তিপূর্ণ ভাবে শেষ হলো।রাবণ,কুম্ভকর্ণ, ও মেঘনাদ বধ করা হয় অতস বাজির মধ্যে দিয়ে।দহন এর আগে অন্যান্য বছরের মত প্রথমে রামায়ণ চলে।এর সাথে চলে প্রচন্ড বৃষ্টি,আর বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, বিজেপির সাংসদ প্রার্থী আলুওয়ালিয়া সহ বিশিষ্ট জনেরা।