নিজস্ব সংবাদদাতা, নিউ বারাকপুর :- বৃদ্ধ-বৃদ্ধারা সমাজে উপেক্ষিত নয় বা বোঝা নয়। অন্ন বস্ত্র বাসস্থান তিনটিরই প্রয়োজন। তাদের অবজ্ঞা বা অবহেলা নয়। তারাও সমাজে আরও বেশি দিন বাচঁতে চায়। একটু খাবার। একটু আন্তরিকতা। সুখ দুখের সাথী হয়ে তাদের মুখে একটু মৃদু হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়িয়ে সেবার মনোভাব নিয়ে শীতবস্ত্র তুলে দিল উত্তর ২৪ পরগণা জেলার নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ড কমিটির সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
ষাটের উর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধারা কেউ চলাফেরা করতে পারে না। আবার কেউ বয়সের ভারে ঘরে বসে দীনযাপন করছেন। কেউবা চোখে ভাল দেখতে পান না। কেউ বা আবার মানুষের স্পর্শ অনুভবে বুঝতে পারে কেউ এসে কিছু দিয়েছে। একটা আনন্দ। সেই সব সমাজের প্রান্তিক বৃদ্ধ-বৃদ্ধারা শীতবস্ত্র পেয়ে যার পর নেই বেজায় খুশী। তারা আর্শীবাদ করলেন ওয়ার্ডের ছাএ যুব মহিলাদের। কর্মীরাও খুশি সেইসব প্রবীন প্রবীণাদের উষ্ণ অভিনন্দনে। রবিবাসরীয় সকালে নিউবারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের শেষপ্রান্তে নতুন বাজার পশ্চিম মাসুন্দা বিল অঞ্চলের বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীতবস্ত্রের চাদর/শাল তুলে দেওয়া হয়। পাশাপাশি গোলাপ ফুল দিয়ে সম্মানিত করা হয়।
নবীন প্রবীণদের মেলবন্ধনে প্রভাতী অনুষ্ঠানটি একটি সুন্দর সকাল মনোমরম পরিবেশে বার্তা দেয়। বৃদ্ধ বৃদ্ধাদের পরিবারের লোকজন ও খুব খুশি। রবিবাসরীয় সকালে ৮নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বৃদ্ধ বৃদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নতুন শীতবস্ত্রের চাদর/শাল তুলে দেওয়া হয়। ধারাবাহিক ভাবে চলবে ৫ই ডিসেম্বর পর্ষন্ত এই শীতবস্ত্র বিতরণ ও প্রবীণ নাগরিকদের সংর্বধনা।