অলোক আচার্য, নিউবারাকপুর :- একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাচাঁন। শ্লোগানের পাশাপাশি জল অপচয়ের বিরুদ্ধে পদযাত্রা করে এলাকার সাধারন মানুষদের সচেতন করল নিউ বারাকপুরের বহুমুখী সামাজিক সংগঠন জাগৃতি সংঘ। রবিবার সকালে সংঘ প্রাঙ্গণ থেকে এক বণার্ঢ্য জনসচেতনতা পদযাত্রায় সাড়া ফেলে দেয়। সংঘের মহিলা সদস্যাদের আন্তরিকতা ছিল চোখেঁ পড়ার মতো। হাতে প্লাকার্ড নিয়ে মহিলারা সামিল হয় পদযাত্রায়। জল অপচয় বন্ধ করুন,জলের মুখ অযথা খোলা রাখবেন না,গাছ লাগান প্রাণ বাচাঁন এরকমই বহু প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে সংঘের প্রবীণ নাগরিকদের পাশাপাশি প্রমীলারাও অংশগ্রহণ করে পদযাত্রায়। বিশেষভাবে সহযোগিতা করে সমাজবন্ধু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যগণ। সংঘের সদস্যরা সংঘ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করেন।