সনাতন গরাই, দুর্গাপুর :- বুদ্ধবিহার সার্বজনীন অন্যান্য মণ্ডপের তুলনায় একটু হলেও আলাদা।এই মণ্ডপের এইবছরের থিম স্বপ্নউড়ান। মণ্ডপের ভেতর দর্শনার্থীরা প্রবেশ করলে শান্তির জগৎ এ পৌঁছে যাবেন। এছাড়াও মণ্ডপের কারুকায্য দর্শনার্থীদের মন কারবে।

বুদ্ধবিহার সার্বজনীনের কমিটি জানান এই মণ্ডপে মা দুর্গা আসছেন কোনো অস্ত্র ছাড়াই। মণ্ডপের মাধ্যমে বোঝানো যাবে মা স্বর্গ থেকে মত্তে এসেছে তার ছেলেমেয়েদের নিয়ে কোনো অস্ত্র সস্ত্র ছাড়াই।এছাড়াও এই মণ্ডপে মশারি দিয়ে ঘেরা চারিদিকে।যার মাধ্যমে মানুষকে ডেঙ্গির হাত থেকে বাঁচতে গেলে মশারি ব্যাবহার করতে হবে, সেই বার্তাও পৌঁছে দেওয়া যাবে। চতুর্থীর থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে শেষ হবে দ্বাদশীর দিন। মণ্ডপের চারিদিকে পুলিশের নিরাপত্তা জোরদার।