নিজস্ব সংবাদদাতা, বীজপুরঃ- বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিগুণা রায় ও ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাসের তৎপরতায় বর্ধমান জেলার পূর্বস্থলী থানা হালদিনপাড়া বাসিন্দা অবশেষে বাড়ি ফিরল।

পুলিশ প্রশাসন তরফে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মহাদেব হালদার কে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসে বীজপুর থানার সাব-ইন্সপেক্টর অনুজ কুমার দে। বাড়ির লোকের মতো খাওয়া-দাওয়া থেকে সবরকম দিকে নজর রাখতেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

বীজপুর থানার পুলিশ ও হ্যাম রেডিও ফিরিয়ে দিল ছেলেকে খুশির হাওয়া এলাকায়। পরিবার-পরিজনদের ফিরে পেয়ে খুশি মানসিক ভারসাম্যহীন যুবকও।