নিজস্ব প্রতিনিধি :- গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিসের জালে নারকোটিক ডিপার্টমেন্টের এসিপি অফিসার। ধৃত ওই অফিসার সৈকত রায়চৌধুরী বাড়ি আনন্দপল্লী ১৪ নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়ার বাসিন্দা। ধৃত ওই ব্যক্তি নিজেকে এলাকায় পুলিশের উচ্চপদস্থ অফিসার বলে পরিচয় দিত। আজ অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।