সৌগত মন্ডল, বীরভূম :- চারিদিকে জেলায় জেলায় রক্তের সংকট চলছে। তা কিছুটা কমানোর জন্য বিষ্ণুপুর ছাত্র সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়। অনুষ্ঠানটি রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বিষ্ণুপুর ষষ্ঠীতলা প্রঙ্গনে হয়। এদিন প্রায় ৫০ জন রক্তদান করেন। এই ছাত্র সংঘ সারাবছর ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজ মূলক কাজ করে থাকে। আগামীদিনে তাদের আরও কাজ করার চিন্তাধারা আছে।