পল মৈত্র, দক্ষিন দিনাজপুর :- বিশ্ব উষ্ণায়ন দিনদিন থাবা বসাচ্ছে পৃথিবী জুড়ে। সারা বিশ্বের মানুষ আজ কোনো না কোনো ভাবে ভূক্তভুগী উষ্ণ দানবের দ্বারা। মানুষের বৃক্ষ ছেদন যেন দিন দিন বেড়েই চলেছে। আর যার মাশুল দিতে হচ্ছে পৃথিবীজুড়ে সমগ্র মনুষ্য জাতি কে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হলে বৃক্ষরোপণ ই একমাত্র শেষ উপায়।
সেই মহৎ উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালনে এগিয়ে এলো একদল যুবক। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত
চাঁদগঞ্জ গ্রামের যুবকেরা নিজস্ব উদ্যোগে পালন করল বৃক্ষরোপণ কর্মসূচি। কানাই ,শুভ, মদন, মান্নান গোকুল প্রভৃতি যুবকের এই কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। তাদের এই কর্মকাণ্ড কে সাধুবাদ জানিয়েছে এলাকার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন।