সানওয়ার হোসেন, ঢোলাহাট :- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে ও ছেলের মৃত্যু। ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের মিলন মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আজ বৈকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই সাথে বজ্রপাতও। কোনো কারণে ইলেকট্রিক শক লেগে মারা যায় একি পরিবারে তিনজন। মা মঞ্জুরী নস্কর(৪৮) ছেলে পরমেশ্বর নস্কর(২৫) মেয়ে পল্লবী নস্কর(২০)। আজ বেলা চারটের সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যায়। স্থানীয়দের ধারণা ছেলের গায়ে আগে বিদ্যুৎ লাগে পরে মা এবং বোন বাঁচাতে এসে তাদেরও বিদ্যুৎ পিষ্ট হয়। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এলাকায় নেমেছে শোকের ছায়া।