সানওয়ার হোসেন, মথুরাপুর :- আজ ২৬শে সেপ্টেম্বর। এই তারিখে জন্ম গ্রহণ করেন উনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহান মানবতাবাদী মনীষী বিদ‌্যাসাগরের জন্মের দ্বি- শতবার্ষিককে স্মরণ করে রাখতে মথুরাপুর দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের পক্ষ থেকে কয়েকটি কর্মসূচি আয়োজন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি। বৃহস্পতিবার সকালে প্রভাত ফেরী, বৃক্ষরোপণ, শিক্ষা মুলক নাচ, গান, কুইজ, অঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে শ্রদ্ধা ও স্মরণ করা হয়।

এইদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুন্দরবন পুলিশ জেলার এসপি বৈভব তেওয়ারি, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট উইং কমান্ডার হিতেনদ্রো বৎস, ছিলেন বিশিষ্ট ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, ছিলেন বিশিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শক অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায় এবং বহু বিশিষ্ট জনেরা। প্রত্যেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।