নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- শিক্ষকদের অনিয়মিত স্কুলে আসা, অনিয়মিত ক্লাস সহ বিভিন্ন অভিযোগ তুলে আজ প্রায় ৫ ঘন্টারও বেশি সময় ধরে শিক্ষক শিক্ষিকাদের রুমে আটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকার স্কুল পড়ুয়া ও অভিভাবকেরা। এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার কোটশিলা থানার চিতমু গ্রাম পঞ্চায়েতের খটঙ্গা উচ্চ বিদ্যালয়ের। অভিযোগ, এক মাস ধরে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে আসেন না। এমনকি অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও অনিয়মিত ভাবে স্কুলে আসেন। বিদ্যালয়ে অনিয়মিত ক্লাস হয়। মিড-ডে-মিলের রান্নাও কোন কোন দিন বন্ধ থাকে। এছাড়াও অভিযোগ, এখনও পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম দেওয়াই হয়নি। তাই ছাত্র-ছাত্রীরা ভর্তির আবেদনও করতে পারছে না। একেবারে লাটে উঠেছে স্কুলের শিক্ষা ব্যবস্থা। এ বিষয়ে অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষকে বার বার অভিযোগ জানালেও কোন লাভ হয়নি। তাই এবার বিদ্যালয়ে শিক্ষার হাল ফেরাতে রুমে শিক্ষক-শিক্ষিকাদের আটকে রেখে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়া ও অভিভাবকেরা।