সনাতন গরাই, পশ্চিম বর্ধমান:- বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতেই মনোনয়ন পত্র জমা করলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুরের তৃণমুল প্রার্থী মমতাজ সংঘমিতার বিরুদ্ধে লড়বেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই চতুর্থ দফায় লোকসভা ভোট। ইতিমধ্যেই প্রচারের ঝড় সব রাজনৈতিক দলের।
আজ বিজেপি মনোনয়ন পত্র জমা করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে। গত রবিবার বর্ধমান দুর্গাপুরের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তুমুল প্রচারে নেমে যায় গ্রাম থেকে শহরে বিজেপি কর্মীরা। তবে ভোটের চক্র কোন দিকে ঘুরে যায় সেটা একমাত্র সময় ই বলতে পারবে।