সংবাদদাতা, নৈহাটি :- সোমবার গভীর রাতে
বিজেপি – তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো নৈহাটি। দুপক্ষের ঝামেলায় পুড়লো ৪টা বাইক ও গাড়ি। ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত, রাতে নৈহাটি কুলিয়াগড় এলাকায় স্থানীয় বিজেপি নেতা পার্থসারথি পাত্রের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতি। এমনকি পার্থ সারথির বাড়ির লোকজনদের হুমকি ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এরপর বিজেপি কর্মী সমর্থকরা রাতেই মামুদপুরে স্থানীয় তৃণমূলের ক্লাবে ঢুকে তান্ডব চালায়। ক্লাব ভাঙচুরের পাশাপাশি সামনে থাকা ৫টি বাইক ও গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপরই এলাকায় আরও উত্তেজনা ছড়ায়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি। তাতে দুই পক্ষের তিন জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান, দলীয় কর্মীদের সাথে দলীয় কার্যালয়ে মিটিং করছিলাম,তখন দেড়শোর মতো তৃণমূল সমর্থক তাদের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও কর্মীদের মারধোর করে। তৃণমূল নেতা হারান ঘোষের অভিযোগ, অর্জুন সিং নেতৃত্বে বিজেপী তাদের উপরে আক্রমণ করেছে। তাদের বাইক ভাঙচুর করেছে। তাদের মামুদপুর কল্যানী সংঘ ক্লাবে হামলা চালিয়েছে। বিজেপি গুলি ও চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও পুলিশ সূত্রে গুলি চালানোর কোন খবর নেই।