📌Breaking News

নিজস্ব সংবাদদাতা :- বিজেপি ছেড়ে ৮ কাউন্সিলার ফের তৃণমূলে যোগ দিলেন হালিশহর পুরসভার পুরপ্রধান সহ কাউন্সিলার ও সমাজসেবীরা। তৃণমূলে যোগ দিলেন হালিশহর পুরসভার পুরপ্রধান অংশুমান রায়, কাউন্সিলার প্রণব লোহ, পারুল সাধুখাঁ , বন্যা তালুকদার, ঝুমুর গুপ্ত, জিয়াউল হক, কল্পনা বিশ্বাস, সমাজসেবী প্রবীর সরকার। প্রসঙ্গত, ২০১৫ পৌর নির্বাচনে হালিশহর পুরসভার ২৩টি আসনের মধ্যে তৃণমূলে কাউন্সিলার ছিল ২১। ২০১৯ লোকসভা নির্বাচনের পর গেরুয়া ঝরে ১৮ জন কাউন্সিলার বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছিল বিজেপি। তাহলে তৃণমূলের ঝুলিতে মাত্র ৪ জন কাউন্সিলার এসে দাঁড়ায় । যদিও দিল্লিতে বিজেপির অফিসে যোগদানের সময় ৮ জন তৃণমূল কাউন্সিলারকেই দেখা যায়। সেই ৮ জন কাউন্সিলারই মঙ্গলবার দিন তৃণমূলে ফিরলেন। তৃণমূলের ঝুলিতে দাঁড়াল ১২। ফলে হালিশহর পুরসভায় তৃণমূলের শক্তি বেড়েছে বলে দাবি করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, জোর করে, ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল হালিশহর পুরসভার পুরপ্রধান- কাউন্সিলরদের।বিজেপি-র গুটখার গন্ধে অতিষ্ঠ হয়ে এঁরা আবার ফিরলেন। মমতা ব্যানার্জীর ভালোবাসার টানে তারা আবার বুঝতে পেরে আবার ফিরে এসেছে।

*৮ কাউন্সিলার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদানের ফলে হালিশহর পুরসভার পরিস্থিতি নিয়ে কি বললেন বিজেপি নেতা তথা হালিশহর পুরসভার উপ পুরপ্রধান রাজা দত্ত। শুনুন তাহলে *

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =