সংবাদদাতা, বীজপুর :- গতকাল সন্দেশখালিতে বিজেপি কর্মীদের খুনের ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হালিশহরের তেঁতুলতলা, হালিশহর ফাঁড়ি, সরকার বাজার, অলকানন্দা ট্যাঙ্ক সহ বীজপুরের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করে বিজেপি কর্মী- সমর্থকরা হলো। তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। উপস্থিত ছিলেন বিজেপির হালিশহরের নেতা বিশ্বনাথ ধর।