নিজস্ব প্রতিনিধি, বসিরহাট :- বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আবাদ কুলিয়াডাঙ্গার বাসিন্দা পেশায় পোল্ট্রি ব্যবসায়ী জয়ন্ত করন। শুক্রবার রাতে বাড়ির সামনেই তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন তিনি। জানা যায় রাত সাড়ে আটটা নাগাদ পোল্টি মুরগির গাড়ি আসবে বলে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন ওই ব্যবসায়ী। তখনই স্থানীয় তারক গিরি, অপূর্ব গিরি, রাহুল গিরি, মানিক গিরি হামলা চালায় তার উপরে। হামলাকারীদের বাঁশ ও লাঠির আঘাতে বুকে, মাথায় ও চোখে গুরুতর চোট পান তিনি। প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে তাঁর উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলে আক্রান্ত ব্যবসায়ী জয়ন্ত করণ বলেন, ” যারা আমাকে মারধর করেছে তারা সকলেই তৃণমূলের লোক। আমি বিজেপি করায় আমাকে প্রাণে মেরে ফেলার জন্য রাতে বাড়ির সামনে যখন দাঁড়িয়ে ছিলাম তখন আমার উপরে হামলা চালায় ওরা”। আক্রান্ত ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। শনিবার সকালে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় হাসনাবাদ থানায়।