অলোক আচার্য, নিউবারাকপুর :- বিজেপির হামলার প্রতিবাদে পথে নামলো নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেস। বেশ কিছুদিন ধরে শহরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলারদের বাড়িতে, ওয়ার্ডের সভাপতি ও কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। বাড়ি ভাঙচুর চালায় বলে তৃণমূলের অভিযোগ। ২০নং ওয়ার্ডে পশ্চিম কোদালিয়া গুল কারখানার মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা দিয়ে দখল নেবার চেষ্টা করে এলাকার বিজেপির দুষ্কৃতীরা। এর বিরুদ্ধে রুখে দাড়ালে শনিবার রাতে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। শান্ত পরিবেশকে অশান্ত করবার চেষ্টা করে চলেছে বিজেপির হামলাকারী দুষ্কৃতীরা। বিজেপির দুষ্কৃতীকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্হানীয় পুলিশ প্রশাসনকে হুশিয়ারি দিয়ে রবিবার বিকালে স্হানীয় নেতাজী ভবন কার্যালয়ের সামনে থেকে এক বিশাল পদযাত্রা আয়োজন করে নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদারের নেতৃত্বে ২০টি ওয়ার্ড থেকে ছাএ যুব মহিলা কর্মী সমর্থকেরা পদযাত্রায় অংশগ্রহণ করে। উপস্হিত ছিলেন নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার, উপ পুরপ্রধান মিহির দে, পুরদলনেতা প্রবীর সাহা,পুরপিতা সৌমিত্র মজুমদার,যুব তৃণমূলের সভাপতি সুমন দে, মহিলা নেত্রী ও পুরমাতা লিপিকা দাস সহ অসংখ্য কর্মী সমর্থকেরা ও অসংগঠিত শ্রমিকরা।