নিজস্ব সংবাদদাতা :- আজ বিকেল চারটে নাগাদ হালিশহর ১৫ নং ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ের নির্মাণ কাজ শুরু চলছিল। সেই সময় দুষ্কৃতীরা এসে নির্মীয়মান দলীয় কার্যালয় ভাঙচুর চালায়। অভিযোগ তুলে ধরলো বিজেপি কর্মীদের অভিযোগ, হালিশহর পুরসভার পুরপ্রধান অংশুমান রায়-এর নেতৃত্বে দুষ্কৃতীরা গিয়ে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে। যদিও পুর প্রধান অংশুমান রায় ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন। তার অভিযোগ, আমার ওয়ার্ডেই বেআইনিভাবে খাল বন্ধ করে নির্মাণ কাজ চলছিল। তা আমি দেখার পরই ওই কর্মীদের বলি কাজটা বন্ধ রাখার জন্য। তিনি বলেন, কি ভাবে এই বেআইনি নির্মাণ কাজ চলছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবো।