সানওয়ার হোসেন, দক্ষিণ ২৪ পরগনা :- বিজেপির দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস কে দেখতে আজ বিকালে জোকার কাছে ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে উপস্থিত হন। রাজ্য বিজেপির সহ সভানেত্রী তথা প্রাক্তন আই পি এস অফিসার ভারতী ঘোষ। সাথে ছিলেন রাজ্য কমিটির সদস্য শুভনারায়ন সিং।
প্রসঙ্গত, উল্লেখ্য গত ডিসেম্বরে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা ও ভুয়ো ডিগ্রী নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করার ঠিক ১৩ দিন পরে তথা গত বছরের ২১শে ডিসেম্বর ডায়মন্ড হারবার কপাট হাটমোড়ে প্রকাশ্য দিবালোকে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর অভিজিৎ বাবুর লিগামেন্টে ও স্পাইনাল কর্ডে চোট লাগে। ডাক্তার বিশ্রাম নিতে বললেও উনি না নেওয়াতে পায়ের মাংসপেশি ক্রমশ দুর্বল হয়ে পরে। ফলে হাটা চলা করতে গেলে ওনার পা মাঝে মাঝে ফলস হয়ে যেত। গত গান্ধী সংকল্প যাত্রার কূল্পী থেকে পাথরপ্রতিমা যাওয়ার পথে কাকদ্বীপের বামুনমোড়ে হোঁচট খেয়ে পড়ে যান। সেই সময় পায়ের গোড়ালির হাড় ও হাঁটুর নিচের হাড় ভেঙে টুকরা হয়ে যায়। সেই অবস্থায় পাথরপ্রতিমায় বক্তব্য রেখে পরদিন ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে ভর্তি হন এবং সেখানে আজকে পায়ের অপারেশন হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ভারতী ঘোষ আজ হাসপাতালে ওনাকে দেখতে আসেন।