সানওয়ার হোসেন, ঢোলা হাট :- গভীর রাতে নদীতে মাছ ধরাতে গিয়ে মৎস্যজীবী এক যুবকের রহস্য মৃত্যু। আজ সকালে ঘোষের ঘাটের নদীর কাছ থেকে জালে জড়ানো অবস্থায় মৃতদেহটি ভেসে ওঠে কালনাগিনী নদী তে। পরিবারের দাবি, এটি পরিকল্পনা ভাবে খুন করা হয়েছে। মৃত কাদের মোল্লা (৩৫)। মৃত কাদের বিজেপির কর্মী।খবর পেয়ে ঘটনস্থলে জেলা সভাপতি অভিজিৎ দাস আসেন। ঘটনাটি ঘটেছে ঢোলা হাট থানার কোয়া বেরিয়া তে ঘটনা। মৃত যুবকের বাবার নাম সোফান আলী মোল্লা। জানা গিয়েছে, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল। ঘোষের ঘাট নদীর কাছ থেকে জালে জড়িয়ে আজ সকালে মৃতদেহটি ভেসে ওঠে কালনাগিনী নদী তে।
গভীর রাত্রি নদীতে মাছ ধরার জন্য জ্বাল দেয়ার সময় স্থানীয় বাসিন্দাদের দাবি প্রচণ্ড বর্জ্য বিদ্যুৎ-এর ফলে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কিন্তু এর নেপথ্যে পরিবারের লোকের দাবি এটি পরিকল্পনা মার্ডার, এই ঘটনার পুরোপুরি তদন্তে নেমেছে ঢোলা থানার পুলিশ। দেখার বিষয় এখন এটাই কারা বা কি কারনে এমন দুর্ঘটনা সেদিকেই এখন নজর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি যদি তাকে পরিকল্পিতভাবে মারা হয় তাহলে পুলিশ যত তাড়াতাড়ি এই কাল পিট দের ধরতে পারে সে দিকে এখন নজর।ঘটনস্থলে জেলা সভাপতি অভিজিৎ দাস আসেন।

*ঢোলা হাটে নিখোঁজ বিজেপি কর্মী কাদের মোল্লার রহস্য মৃত্যু নিয়ে কি বললেন স্থানীয় বাসিন্দারা। শুনুন তাহলে*

*ঢোলা হাটে নিখোঁজ বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় তৃণমূলকেই দায়ী করছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস। শুনুন তাহলে*