সংবাদদাতা, নয়াদিল্লি :- দিল্লিতে বিজেপি নেতা মুকুল রায় ও পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা সহ তৃণমূলের যুবনেতা মহম্মদ আসিফ ইকবাল ও তৃণমূলের জেলার নেতা নিমাই দাস। কৈলাস বিজয়বর্গী জানিয়েছেন, দিদির অহঙ্কারে অনেকে কাজ করতে পারছেন না। তাঁর দাবি, হিংসায় বিশ্বাস করে না বিজেপি ৷