নিজস্ব প্রতিনিধি, বীজপুর :- কখনো এক দল ভেঙ্গে কর্মী আসছে, আবার সেই দল ভেঙে কর্মী চলে যাচ্ছে আগের দলেই। এমনই কান্ড শুরু হয়েছে। দিন কয়েক আগে হাজিনগর থেকে এক ঝাঁক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেয়। ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। সদ্য নবনির্বাচিত ভাটপাড়ার প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের হাত ধরে তৃণমূল যোগদান করল এক ঝাঁক কর্মী। উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার পুরপ্রধান অংশুমান রায়, পুরসভার সিআইসি সদস্য মৃত্যুঞ্জয় দাস, তৃণমূল নেতা প্রবীর সরকার এবং যুবনেতা সোনাই ঘোষ প্রমুখ।