নিজস্ব প্রতিনিধি, হাসনাবাদ :- হাসনাবাদ ব্লকের অন্তর্গত বরুনহাট লস্কর পাড়া গভীর রাতে কৃষি জমিতে বিজেপিকে সমর্থন করায় ক্ষেতের ফসল হাসুয়া দিয়ে কেটে নষ্ট করে দেয়। সকালে উঠে ওই সবজি বাগানের মালিক দেখতে পান। শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটিয়েছে এখনো পর্যন্ত কে বা কারা এই ক্ষেতের ফসল নষ্ট করেছে তা জানতে পারিনি। এই বিষয় নিয়ে বাড়ির মালিকের ভাইপো রাজেশ লস্কর বলেন আমার কাকা কৃষি কাজ করেই সংসার নির্বাহ করেন কিন্তু তেমনভাবে কোন পার্টির করেন না এইবার লোকসভা ভোটের একটু বিজেপিকে সমর্থন করায় দীর্ঘদিন ধরেই আমার কাকার প্রতি নজর ছিল বিরোধী দলের লোকেদের সেই ঘটনার ফলস্বরূপ বাগানের ফসল নষ্ট করেছে ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।