নিজস্ব সংবাদদাতা, আমডাঙা :- বিজয়া দশমীর সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত হলেন ১০ জন। আহতরা প্রত্যেকেই বাস যাত্রী। ঘটনাটি আমডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের সাধনপুর উলুডাঙার। আহতদের উদ্ধার করে আমডাঙা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে! পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ন’টা নাগাদ সাধনপুরের এস এস বি ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে! যাত্রী বোঝাই বাসটি বারাসতের দিকে যাচ্ছিল! উল্টোদিক থেকে আসছিল একটি ট্রাক!আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটিতে! এরফলে বাসের সামনে ও পাশের অংশ দুমড়েমুচড়ে যায়! ট্রাকটির গতি এতটাই বেশি ছিল যে,দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সেটিও! ধাক্কার তীব্রতায় রাস্তার একদিকে চলে যায় ট্রাকটি! দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যহৃত হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে!পরে, দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটি সরিয়ে নিয়ে যাওয়ার পর শুরু হয় যান চলাচল! এদিকে, দুর্ঘটনার পরই আহত বাস যাত্রীদের উদ্ধার করে আমডাঙা গ্রামীন হাসপাতালে ভর্তি করে এলাকার লোকজন! অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বাসের চালক সহ চারজনকে স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে! উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর বলেন,”দুর্ঘটনার পরই ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় চালক! তাঁর খোঁজ করা হচ্ছে! দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে আমডাঙা থানায় নিয়ে যাওয়া হয়েছে! যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে”!