সংবাদদাতা, বসিরহাট :- বিএসএফ কে বোম মারার ঘটনার আর এক জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুশোভন ঘোষ ( কালিরাম) ৩০। গাইঘাটা থানার আংরাইল ঘোষ পাড়া এলাকার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় নিজের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে পাঁচ লিটার তরল মাদক উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃত সুশোভন এলাকায় সক্রিয় গরুপাচার চক্রের পাণ্ডা। তার মদতেই বাংলাদেশ থেকে দুষ্কৃতিরা ভারতে ঢুকে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ করে ফের বাংলাদেশের পালিয়ে যেত। ১১ তারিখ বৃহস্পতিবার ভোররাতে কর্মরত বিএসএফ জওয়ানকে লক্ষ করে বোম মারা দুষ্কৃতিরা সুশোভনের মদতেই ভারতে ঢুকেছিল বলে তদন্তকারি অফিসারদের অনুমান। এলাকায় দুষ্কৃতি মুলক কাজের জন্য এর আগেও একাধিক বার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বেশ কয়েক মাস পুলিশের ভয়ে সুশোভন এলাকা ছাড়া ছিল। কিছুদিন হল সে এলাকায় ফিরেছে। তার পর থেকে আবার এলাকায় পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সূত্রের খবর। ধৃতকে আজ সাত দিন পুলিশি হেপাজতে চেয়ে আজ বারাসত আদালতে পাঠানো হয়েছে। এই নিয়ে বিএসএফ বোম মারার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।