নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর :- স্বরূপনগরে ২৫শে আগস্ট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাকিমপুর বাজার বনধ পালনের ডাক দিল স্বরূপনগরে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বাজার ব্যবসায়ী ও স্থানীয় নাগরিক সমাজ৷ স্থানীয় সূত্রে জানা যায় জন্মাষ্টমীর দিন রাত্রে এলাকার দুই পঞ্চায়েত সদস্য সত্যজিৎ বিশ্বাস ও পূর্ণিমা কুন্ডুর স্বামী পিন্টু কুন্ডু হাকিমপুর চেক পোস্টে জানিয়ে নিমন্ত্রণ রক্ষার জন্য বাহিরে আসে, পরে রাতে ফেরার সময় তাদের বিএসএফের কর্তব্যরত জওয়ানদের সাথে বসচা হয় এবং পিন্টুকুণ্ডুকে বিওপিতে নিয়ে যায় যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়৷ পিন্টু কুন্ডু আমাদের প্রতিবেদককে জানায় তাকে মারধর করা হয় তারই প্রতিবাদে আজ সকালে হাকিমপুর বাজার ব্যবসায়ী সমিতি হাকিমপুর বাস স্ট্যান্ড পাকা রাস্তায় স্থানীয় বাসিন্দারা বাসস্ট্যান্ডে চেক পোষ্ট তোলার দাবী সহ কয়েক দফা দাবি নিয়ে রাস্তায় বসে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করলে বিএসএফের জওয়ানরা আন্দোলনকারীদের লাগানো পোস্টার ছিঁড়ে ফেললে আন্দোলনকারীরা পুনরায় বিএসএফের সাথে বসচায় জড়িয়ে পড়ে এই খবর শুনে ছুটে আসে ঘটনাস্থলে স্বরূপনগর থানার ওসি , বসিরহাটের এসডি পিও ,স্বরূপনগরের বিডিও৷ বিভিন্ন দফতরের আধিকারিকদের সাথে আন্দোলনকারী ৮ জন প্রতিনিধি কে সাথে নিয়ে এসডিপিও বসিরহাট আলোচনায় বসেন এবং সবশেষে শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে বিএসএফ এবং স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেন,সাথে বনধ প্রত্যাহার করেন।