নিজস্ব সংবাদদাতা, বনগাঁ :- বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি বনগাঁ শহরে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চড়কতলা এলাকায়। এলাকার বাসিন্দা শিপ্রা রায় তার একমাত্র বছর ২৫ এর মেয়ে সমতা রায়কে নিয়ে নিজের বাড়িতেই থাকতেন । বাড়ির পাশে একটি দোকান চালিয়ে সংসার চালান তিনি। সোমবার সন্ধ্যায় মেয়ে ও মা একসঙ্গে বাড়ির বাইরে গেছিলেন। রাতে বাড়ি ফিরে এসেছে ঘরে ঢুকে দেখেন ঘরের আলমারি ভাঙা, ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। শিপ্রা দেবীর দাবি, বাড়ির পিছন দিকের দরজা ভেঙেই চোরেরা ঘরে ঢুকে ছিল। এরপর বাড়িতে থাকার দা দিয়ে আলমারি ভেঙে ভেতর থেকে সোনা ও রূপার গয়না চুরি করে চম্পট দেয় তারা৷ পরিবারের অভিযোগ, প্রায় ৬ ভরি সোনার গহনা ও সাত ভরি রুপোর গয়না খোয়া গেছে। রাতেয় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে বনগাঁ থানাতে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন।