সানওয়ার হোসেন, বারুইপুর :- জেলা জুড়ে যখন হাসপাতাল পরিষেবা ব্যাহত ঠিক তখনি বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয়াকে জুতো পায়ে দিয়ে মহিলা ওয়ার্ডে ঢোকার অপরাধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনা সুত্রে রুমা শীল নামে এক মহিলা দুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয় হাসপাতালে। গতকাল বিকালে তাকে দেখতে গিয়েছিল তার স্বামী ও শাশুড়ী। মহিলা রুমে জুতো পায়ে দিয়ে স্বামী ও শাশুড়ি প্রবেশ করেছে তা দেখতে পেয়ে সিকিউরিটি গার্ড সিঁড়ি দিয়ে টেনে এনে ঘরের মধ্যে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্তরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। নিরাপত্তা রক্ষীর সাথেও রোগীর আত্মীয়দের ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে বারুইপুর থানার বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।