সানওয়ার হোসেন, ক্যানিং :- বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ক্যানিংয়ের বন্ধুমহল ক্লাব কক্ষে। সচেতনতার বিষয় ছিল শিশু ও নারী পাচার রোধ, নাবালিকা বিবাহ প্রতিরোধ, জলের অপচয় রোধ, বৃক্ষরোপণ এর প্রয়োজনীয়তা, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক প্রচার মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ ইত্যাদি। এই শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের প্রায় দুই হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী। শিবিরের সহযোগিতায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর ও ক্যানিং থানা।

উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মনির খান ও অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ বসু, ক্যানিং ২ এর বিধায়ক শ্যামল মন্ডল, ক্যানিং থানার আইসি সতীনাথ চট্টরাজ, জিবনতলা থানার ওসি অর্ধেন্দু শেখর দে, বারুইপুর মহিলা থানার ওসি কাকলি ঘোষ, জেলা পরিষদের সদস্য সুশীল কুমার সরদার সহ এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান গন।

নৃত্য, সঙ্গীত ও পথসভার মধ্য দিয়ে সচেতনতার বিভিন্ন উপস্থাপন করে।

কলকাতা থেকে একটি সাইকেল আরোহীর দল সাইকেল চালিয়ে জলের অপচয় রোধের প্রচার করতে করতে এই শিবিরে এসে পৌঁছায়। তাদের কে ক্যানিং থানার পক্ষ হইতে সংবর্ধনা দেওয়া হয়।