সংবাদদাতা, বারাসাত :- বারাসাত জেলা হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা বেশ খানিকটা বিপর্যস্ত। ইমারজেন্সি পরিষেবা ও বহির্বিভাগের জেনারেল,অস্থি, ও শিশু বিভাগের চিকিৎসক উপস্থিত থাকলেও অন্যান্য বিভাগে এখনো চিকিৎসক না আসার কারণে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যদিও হাসপাতালের সুপার জানান, সমস্ত পরিষেবা চালু রাখা হয়েছে।তিনি নিজেও পরিষেবা দিতে হাসপাতালে উপস্থিত হয়েছেন।