নিজস্ব সংবাদদাতা :- বারাসাতের মৎস আড়তদার সমিতির ২৮ তম বছরের শক্তি মায়ের বন্দনার মূল আকর্ষণ ৯৯ কেজি রুপোর কালী মূর্তি। যার বাজার মুল্য ৬৫ লক্ষ টাকা। বারাসতে ভিন্ন ধারার মন্ডপ থেকে আলোক সজ্জা দেখা গেলেও রুপোর কালী প্রতিমা এর আগে দেখেনি বারাসত শহরের মানুষ। সেদিক থেকে এই বছর চমক থাকছে মৎস অাড়তদার সমিতির পুজোয়। পুজোর কটা দিন রুপোর তৈরী ৬৫ লক্ষ টাকার কালী প্রতিমার জন্য মন্ডপে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। থাকবে পুলিশ পাহারা। মন্ডপসজ্জায় উদ্যোক্তাদের ভাবনা সংকল্প। সৃজনশীল এই মন্ডপ সৃষ্টিতে থাকবে পরিবেশ দূষণ, জল অপচয়, শিশু শ্রমিক ব্যাবহার, বাল্য বিবাহ সহ ড্রাগ এর কু প্রভাব থেকে মুক্তি সচেতনতা। এগুলো মানব সমাজের খারাপ দিক। এগুলোর প্রতিরোধে মানুষকে সংকল্প করার বার্তাই দিতে চাইছেন মাছ ব্যাবসায়ীরা। সমিতির সম্পাদক শুশান্ত চক্রবর্তী জানান, ৩৫ নম্বর জাতীয় সড়কের ধারে সল্প পরিসরে তাদের মন্ডপকে তৈরি করতে হয়। ফলে প্রতিবারই তারা প্রতিমা, আলো ও সৃজনশীল মণ্ডপসজ্জার নিজেদের বেঁধে রাখতে হয়। এবার প্রতিমার উপর বেশি জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের শৈল্পিপ ভাবনায় বাঁশ, খড়, কাঠ, প্লাই, লাঠি দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ। ইতিমধ্যেই ৯৯ কেজির রূপোর কালী প্রতিমা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। তাদের ধারনা এবার তারাও দর্শনার্থীদের মন কাড়বে।।