সংবাদদাতা, বারাসাত :- বারাসতে দুঃসাহসিক চুরি । অপহৃত নগদ সহ প্রায় আট লাখ টাকা মূল্যের স্বর্নালংকার । ঘটনাটির স্থান নব পল্লী সবুজ সরণী। গৃহকর্তা অবসরপ্রাপ্ত সুব্রত সেনগুপ্ত । ঘটনাটি নজরে আসে রবিবার রাতে । শনিবার সস্ত্রীক মুকুন্দ পুরে মেয়ের বাড়িতে যান , রবিবার রাতে ফেরেন । এসে দেখতে পান বাড়ি তছনছ হয়ে রয়েছে । এজি বেঙ্গলের অবসরপ্রাপ্ত সুব্রত সেনগুপ্ত জানান , বাথরুমের রড কেটে ঘরে ঢোকে দুস্কৃতি। সত্তর হাজার টাকা নগদ ও সাত লক্ষ টাকার অলংকার লুঠ হয় । সোমবার বারাসাত থানায় অভিযোগ দায়ের করার পরে শুরু হয়েছে তদন্ত । চুরির বিষয়ে বাড়ির লোকেরা সন্দেহ করছেন , পাশেই প্রতিবেশীর বাড়ি কর্মরত ঠিকে শ্রমিকদের ।