সংবাদদাতা, বসিরহার :- বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে অভিনব কাছি টানাটানি প্রতিযোগিতা হল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো আটটি দল। মহকুমার বিভিন্ন জায়গা থেকে। ব্রিটিশ শাসনের সময় এই খেলা দেখা যেত । আজ প্রায় অবলুপ্ত। প্রাচীন ঐতিহ্য পরম্পরা ধরে রাখতে এই প্রতিযোগিতা আয়োজন হল ।মূল উদ্দেশ্য একদিকে যেমন শারীরিক সুস্থতায় ব্যায়ামের মাধ্যমে, অন্যদিকে বাল্যবিবাহ রোধ, যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সেভ লাইফ সেভ ড্রাইভ, শিশুশ্রম, সবুজায়ন ঘটানো সহ সাতটি সামাজিক সচেতনতামূলক উদ্দেশ্য নিয়ে তাদের এই প্রতিযোগিতা। খেলাটা সম্পূর্ণ বিনা পয়সায়,তাই খেলার প্রতি আরো বেশি মানুষ আগ্রহ দেখায় ।পুরনো ঐতিহ্য পরম্পরা তুলে ধরাই মূল উদ্দেশ্য। মোটা কাছি দড়ি নিয়ে, দু প্রান্তে ১০ জন করে দাঁড়িয়ে মাঠের মধ্যে দড়ি টানাটানি,কে কাকে ফেলবে, এই লড়াই দেখতে মানুষের ঢল নেমেছে জগন্নাথপুর প্রাইমারি স্কুল মাঠে ।স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে রেজওয়ান মন্ডল, আব্দুল করিম মণ্ডল, রাকিবুল কয়াল এদের উদ্যোগে এই কাছি টানা প্রতিযোগিতা ।গ্রাম বাংলায় তুলে ধরেছে, এই প্রাচীনতম কাছি খেলা ।স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে বাইরের গ্রাম থেকে আসা, এই প্রতিযোগিতা দেখে মানুষ বাহবা দিচ্ছে, এই ধরনের উদ্যোগকে।