সুজয় মন্ডল, বসিরহাট :- মাত্র দেড় বছর আগেই ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসায় উত্তাল হয়েছিল বাদুড়িয়া। আর তাই বাসন্তী পূজার শোভাযাত্রা থেকে উঠে আসলো সম্প্রীতির বার্তা। বাদুড়িয়ার তারাগুনিয়া বিদ্যুৎ সংঘের উদ্যোগে আয়োজন করা হয় বাসন্তীর পূজায় শোভাযাত্রা। বুধবার বিকালে বাদুড়িয়া এলএমএস হাই স্কুলের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বাদুড়িয়া প্রদক্ষিণ করে চলে যায় তারাগুনিয়া গ্রামে।
শোভাযাত্রায় আদিবাসী নৃত্য মহিলা ঢাকি থেকে শুরু করে অংশগ্রহণকারী মহিলাদের হাতে দেখা যায় সম্প্রীতির বার্তা দেওয়া একাধিক প্লাকার্ড। বাদুড়িয়ার মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তা সরজিৎ গায়েন।