সংবাদদাতা, বসিরহাট :- বসিহাট মহকুমার বাদুড়িয়া থানার বাজিদ পুর গ্রাম পঞ্চায়েতের কালী তলায় রবিবার ভোর বেলায় মৃতদেহ উদ্ধার। সাইকেল নিয়ে হাড়ি করে মাছ আনতে যাচ্ছিল হাসনাবাদ এ ভেরি এর দিকে। আসছিল দিকে ভোর চারটে নাগাদ দুইজন মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে মুখে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয় ঘটনাস্থলে অজয় মণ্ডল এর বয়স 35 মৃত্যু হয় ।সংগ্রামপুর ও কাটিহাট রোডের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাএর পিছনে কোন রাজনৈতিক কারণ আছে কিনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ পরিবারের ও গ্রামবাসীদের দাবি যে ওর কোন শত্রুতা ছিল না। ভালো ছেলে কাটিয়াহাট এ মাছ এনে খুচরো ব্যবসা করেন । কেন ওকে পরিকল্পনা করে খুন করল ধন্দে আছে এলাকার লোক । রাজনৈতিক খুন না পারিবারিক বিবাদ না অন্য কোন অবৈধ সম্পর্কের জেরে খুন তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।