সুজয় মন্ডল, বসিরহাট :- হাসনাবাদ থানার বিশপুর পঞ্চায়েতের পন্ডিত পাড়ার বাসিন্দা নির্মল পন্ডিত। স্থানীয় বিজেপি নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে নিজের বাড়ির দেওয়ালে বিজেপির দেওয়াল লেখার অনুমতি দিয়েছিলেন তিনি। বাড়ির দেওয়ালে বিজেপির পদ্ম ফুল আঁকা ও বিজেপির পতাকা লাগানোর অপরাধে মঙ্গলবার তার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন তিনি। মঙ্গলবার দুপুরে যখন ভাত রান্না করছিলেন তখন বাড়িতে হামলা চালিয়ে ভাতের হাড়ি ফেলে দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর করা হয় ওই বৃদ্ধকে। এলাকায় বিজেপি করলে খুন করারও হুমকি দেওয়া হয় বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তৃণমূল নেতা খগেন্দ্রনাথ বর এর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বৃদ্ধ। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে এদিন বিকালে আনা হয় টাকি গ্রামীণ হাসপাতালে। শরীরের একাধিক জায়গায় চোট লাগায় তাকে ভর্তি করে নেন চিকিৎসক।