নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- আজ ভারতীয় জনতা পার্টির পুরুলিয়া লোকসভা কার্যালয়ে ১৭ বছরের বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের সভাপতি বিভূতি মাহাতো প্রায় ২ হাজার সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।
এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো , বিজেপির ২ সাধারন সম্পাদক বিবেক রাঙ্গা ও কমলাকান্ত হাঁসদা। এছাড়াও এই যোগদানের অনুষ্ঠানে বিজেপির জেলা সম্পাদক বিনোদ তেওয়ারী উপস্থিত ছিলেন ।