সংবাদদাতা, বনগাঁ :- কাঠের সাঁকো ভেঙ্গে দুই গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় পড়েছেন দুই গ্রামের বহু সাধারণ মানুষ। বাগদা পঞ্চায়েত সমিতির আষারু গ্রাম পঞ্চায়েতের বাগি গ্রাম এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরেই যোগাযোগের মূল মাধ্যম ছিল এই কাঠের সাঁকো মঙ্গলবার দুই গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম এর কাঠের সাঁকো হঠাৎ ভেঙে পড়ে ঘটনায় আহত হন দুইজন। বুধবারও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকার সাধারণ মানুষেকে। একমাত্র সম্বল কাঠের সাঁকো ভেঙ্গে পড়ায় দুই পাশের আট দশটি গ্রামের মধ্যে যোগাযোগ একপ্রকার স্তব্ধ। প্রসঙ্গত এর আগেও এই কাঠের সাঁকো ভেঙে পড়ে সমস্যার সম্মুখীন হয়েছেন ওই এলাকার সাধারণ মানুষকে। এই সাঁকো না থাকলে ১৫ কিলোমিটার ঘুরে বনগাঁয় আসতে হয় গ্রাম বাসিদের। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এই বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ বিশ্বাস জানালেন ওই কাঠের সাঁকো ভেঙ্গে পড়ার খবর পেয়েছি যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করবার চেস্টা করছি যাতে মানুষ চলাচল করতে পরে।