সংবাদদাতা, বাগদা :- বাগদায় বিজেপি কর্মীর জমির ধান ও তিলে ঘাসমারা বিষ দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ , তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, বাগদার পূর্বহুদা গ্রামের বাসিন্দা সাজু তরফদারের ১ বিঘা ধান সাড়ে ৫ বিঘা তিল রাতের অন্ধকারে কে বা কারা ঘাস মারা বিষ দিয়ে দিয়েছে বিজেপি করার অপরাধে। আনুমানিক ৮০ হাজার টাকা ক্ষতি বলে দাবি করে সাজু। আগেও বিজেপি করার অপরাধে মারধর করে বলে দাবি করে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে দাবি করে বিজেপি পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে আমরা হিংসার রাজনীতি বিশ্বাস করি না।