**ভিডিও দেখতে হলে লিংকটি তে ক্লিক করুন

সংবাদদাতা, বসিরহাট :- বাগদায় তৃণমূলের প্রধানের বিরুদ্ধে পোস্টারিং এর জন্যে কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকারি প্রকল্পের কাজে প্রচুর কাটমানি ফেরত চেয়ে তৃণমূল প্রধানের বিরুদ্ধে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নাটাবেড়িয়া বাজার এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগায় কংগ্রেস। তার ২৪ ঘণ্টার ব্যাবধানে আয়নাল মণ্ডল নামে কংগ্রেস পঞ্চায়েত সদস্য ও কংগ্রেসের অঞ্চল সভাপতি অধীর পাল কে মারধর করে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি বাগদা থানার মালিপোতা পঞ্চায়েত এলাকায় ৷ আহত পঞ্চায়েত সদস্যকে বাগদা হাসপাতালে চিকিৎসা করিয়ে বাগদা থানায় একটি অভিযোগ করেছেন ৷ কংগ্রেসের অভিযোগ প্রধানের স্বামী ও তার দলবল তাদের পার্টি অফিস ভাঙচুর করে, ইন্দ্রাগান্ধির মূর্তি ভেঙে দেয় , এক পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর করে ৷ অন্যদিকে পঞ্চায়েত প্রধানের স্বামী আফজল মন্ডল সব অভিযোগ অস্বীকার করে বলেন কংগ্রেস মিথ্যা অভিযোগ করছে।