সনাতন গরাই, দুর্গাপুর :- গত কয়েক মাস আগে থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি ঘটনা ঘটছিলো। এই চুরি কে বা কারা করছিলো সেটা প্রথমদিকে পুলিশ খুঁজে পাচ্ছিলো না।গোপন সূত্রে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে দুষ্কৃতীদের সাথে উদ্ধার করে ১২টি বাইক।
পুলিশি সূত্র ধরে জানা গেছে ধৃত দুষ্কৃতীরা বীরভূম ও ঝাড়খণ্ডের বাসিন্দা।তারা চুরি করা বাইকগুলো বিভিন্ন জায়গায় ডেরায় লুকিয়ে রাখত।পুলিশ গোপন সূত্রে প্রবেশ করে ওই ডেরায় এবং পাকড়াও করে দুষ্কৃতীদের গ্রেফতার করে।ঝাড়খণ্ডের দুষ্কৃতী কাবিরুল খানের কাছ থেকে নকল চাবি উদ্ধার করে।পুলিশ ওই দুষ্কৃতীদের নিজেদের হেফাজতে রেখে এই চক্রের সাথে যুক্ত মূল পাণ্ডাদের কাছে প্রবেশ করতে চাইছে।