সানওয়ার হোসেন, কলকাতা :- সাংবাদিকদের জন্য আগেই একটি সুরক্ষা যোজনা আনার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে যেভাবে সাংবাদিকদের হঠাৎ করে কর্মহীন হতে হচ্ছে- তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। অবশেষে শুক্রবার সংকটাপন্ন সাংবাদিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নেতাজি ইন্ডোরে দলের রাজ্যের সরকারি কর্মচারী সম্মেলনে তিনি বলেন, আজকে সাংবাদিকদেরও চাকরি চলে যাচ্ছে। তাঁদের ভবিষ্যৎ বলে কিছু নেই। আমি প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি ও প্রেস ক্লাবকে ডেকে একটা মিটিং করেছি। অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী ও তথ্য সংস্কৃতি সচিবকে দিয়েছি বিষয়টি ড্রাফট করতে। সাংবাদিকদের চাকরি চলে গেলে আমি চেষ্টা করছি একটা স্কিম করবার। দু’বছর সরকার তাঁদের দশ হাজার টাকা করে আর্থিক সুরক্ষা দেবে। যে সমস্ত সাংবাদিক কর্মহীন হবে তাঁদের বিষয়টা ভাবনাচিন্তা করছি আমি। আর কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে তাঁদের পরিবার এককালীন দু’লক্ষ টাকা পাবে। আর এমনি মারা গেলে পাবেন ৫০ হাজার টাকা।