সংবাদদাতা, বসিরহাট :- সন্দেশখালি ঘটনার তিন পর বিজেপির দুই কর্মীর শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হলেন বিজেপি নেতা মুকুল রায় সহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরে সন্দেশখালির ভাঙ্গিপাড়া এলাকায় মৃত প্রদীপ মন্ডলের বাড়িতে মুকুল রায়। এদিন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি মুখ্যমন্ত্রী বলে আক্ষ্য দিয়ে বলেন যে অন্যায় অত্যাচার তিনি করছেন তাতে ইতিহাস তাকে ক্ষমা করবে না। তিনি আরও বলেন, গত শনিবার শাহাজাহান এর নেতৃত্বে ও মমতা বন্দ্যোপাধ্যায় এর উষ্কানিতে পূর্ব পরিকল্পনা মত হত্যাকাণ্ড সংগোঠিত হয়েছে। এই ঘটনা ঘটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্কানিই দায়ি। মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধেই এফআইআর হওয়া দারকার। এই খুনখারাপির জন্য।