কলমের দুনিয়া, হাবরা :- হাবড়া থানার কুমড়া মাঠপাড়া এলাকায় এক নাবালিকাকে বিয়ে করার অপরাধে গ্রেফতার মাঠপাড়া এলাকার বাপ্পা মজুমদার (২৬) ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে বাপ্পা মজুমদার বাংলাদেশ যায়। সেখান থেকে এক ১৬ বছরের নাবালিকা ও তার পরিবারের লোকজন কে নিয়ে হাবরার কুমড়ো মাঠপাড়া নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানেই সোমবার বিয়ের আসর বসে, গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানা পুলিশ অভিযুক্তকে আটক করে এবং নাবালিকা কে সি ডব্লিউ সি তে পাঠায়। অভিযুক্ত বাপ্পার বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৩৪ এর চাইল্ড অ্যাক্ট ,ও ১৩ এ ফরেনার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ওই বাংলাদেশি নাবালিকাকে মঙ্গলবার সি ডব্লিউ সি তে পাঠানো হয়।
ও বাপ্পা মজুমদার কে বারাসাত আদালতে পাঠানো হয়।