সঞ্জয় দাস, উলুবেড়িয়া :- উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত উদয়নারায়ণ এলাকায় বিজেপি মনোনীতপ্রাথী তারকা অভিনেতা ও বিজেপি নেতা জয় ব্যানার্জীর মহারোড শো। স্থানীয় নেতা কর্মীদের নিয়ে আজ সকালে জয় ব্যানার্জী মহাসমারোহে রোড শো শুরু করে। অংশ নেয় শতাধিক কর্মী সমর্থক। জয় ব্যানার্জীকে সেই সুপারহিট সিনেমা “হীরক জয়ন্তী “-র হিরু রূপে পুরোনো ছন্দে দেখা যায়। খুব সাধারণ গেরুয়া গেঞ্জি, খয়েরী প্যান্ট, মাথায় গেরুয়া পাগড়ী, গলায় গেরুয়া ওড়না চোখে সানগ্লাস পরে গাড়ির বনেটের উপর বসে “বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার “। এই গানটি গাইতে গাইতে প্রচার সারলেন। সাধারণ মানুষের কাছে গেলেন শুনলেন তাদের সুবিধা ও অসুবিধার কথা। অল্প সময় জিতে নিলেন জনসাধারণের মন।