সনাতন গরাই, দুর্গাপুর :- অন্ডালের মা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নামে স্বেচ্ছাসেবী সংস্থা সর্বদা গরীব বাচ্চাদের শিক্ষা, গান, নাচ, শরীরচর্চা আবার কখনো মডেলিং। সোমবার অনুষ্ঠিত হলো বস্তির বাচ্চাদের নিয়ে মডেলিং। তার সাথে একগুচ্ছ প্রচার। সংস্থার সম্পাদক শ্রেয়শ্রী হাজরা জানান, আমাদের এই সংস্থা ১বছরের কাছাকাছি আমাদের এই সংস্থার প্রধান কাজ গরিব অসহায় বাচ্চাদের শিক্ষা দেওয়া। শিক্ষার পাশাপাশি নাচ, গান, আঁকা, ব্যায়াম থেকে বিভিন্ন অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে। এছাড়াও গরিবদের কখনো বস্ত্র বিতরণ তো কখনো খাওয়ানো। সোমবার একটু অন্যভাবে হলো অনুষ্ঠান। বস্তির বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে অনুষ্টিত হলো মডেলিং। এর সাথে আবৃত্তি, গান নাচ ও চলে। মা ওয়েলফেয়ার সোসাইটি অর্গানাইজেশনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।