নিজস্ব সংবাদদাতা :- বসিরহাটে এক অভিনব উদ্যোগ বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ।বসিরহাটের উপ সংশোধনাগারে জেলবন্দি কয়েদিদের ভাইফোঁটা দিলেন মহিলা পুলিশ কর্মীরা। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ বসিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারি প্রেমা সিসচট্টরাজ বসিরহাট সংশোধনাগারের জেলার সৌম্য মুখার্জি ও অন্যান্য মহিলা পুলিশ কর্মীরা। প্রায়শতাধিক য়েদীকেভাইফোটা দিলেন। তাদের মঙ্গলকামনায় ও আগামী দিনে তাদের জীবনযাত্রা যাতে ভালো হয় সুস্থ থাকে ধান দূর্বা মিষ্টি দিয়ে দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন মহিলা পুলিশকর্মীরা। পাশাপাশি সামনে শীতকাল শীতের কম্বল দেয়া হলো। সংঘে নতুন বস্ত্র পেয়ে খুশি জেলের বন্দিরা। আজকের দিনে পুলিশ ও কয়েদির সম্পর্ক ভুলে গিয়ে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে এনে তাদের একদিকেভালোবাসার শুভেচ্ছা বিনিময় করল।বাদনেই বাংলাদেশী কয়েদিদের। যারা আজকের এই দিনটাকে বাড়িতে থাকলে বোনেদের কাছে ভাইফোঁটা নিতেন আশীর্বাদ ও ভালোবাসা নিতেন।তাই এই দিন টাকে ভুলে যেতে আজকে অপর একজনের কাছ দিয়ে তাদের এই ভাইফোঁটা পেয়ে তারা রীতিমতো খুশি আবেগ আনন্দ আপ্লুত হয়ে উঠেছে। চারদেয়ালের কারাগারের ভুলে গিয়ে তারা একে অপরের কাছে ফোটা নিয়ে উপলব্ধি করছেন আজকের এই শুভদিন। কোনরকম ভাবে বোনের দের কাছ থেকে আশীর্বাদ ভালোবাসা থেকে বঞ্চিত না হন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কয়েদি থেকে বসিরহাটে আম আদমি। বিশেষ করে তাৎপর্যপূর্ণ হল বাংলাদেশি যেসব কয়েদি রয়েছে সীমান্তের ওপার বাংলা থেকে এপার বাংলায় জেল বন্দি। তারা ভাইফোঁটা পেয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই উদ্যোগকে স্বাগত।