সুজয় মন্ডল,বসিরহাট :- মঙ্গলবারই ছিল প্রথম দফা নির্বাচনের প্রচার এর শেষ দিন। আর এদিনই বসিরহাট লোকসভা থেকে জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর এতদিন বসিরহাট লোকসভা এলাকায় কর্মী সভার উপরে যোগ দিয়েছিলেন তিনি। আর মঙ্গলবার বসিরহাট টাউন হল সংলগ্ন বিজেপির জেলা পার্টি অফিস থেকে পায়ে হেঁটে প্রচার র্যালিতে যোগদান করেন সায়ন্তন বসু। এদিন তার সঙ্গে র্যালিতে হাজির ছিলেন বিজেপি নেত্রী দেবিকা মুখার্জি ও বসিরহাটের প্রাক্তন পর্যবেক্ষক রাজ্য নেতা সমীরণ সাহা। চৈত্র মাসের শেষ মুহূর্তে বসিরহাট শহর জুড়ে রমরমিয়ে চলছে সেলের বাজার। আর তাই ইটিন্ডা রোডের দু’পাশ দিয়ে বসে থাকা ব্যবসায়ী ও সেলের বাজারে হাজির হওয়া অসংখ্য মানুষকে পেয়ে প্রচারে সুযোগ হাতছাড়া করলেন না বিজেপি প্রার্থী। সেলের বাজারে ক্রেতাদের ধরে ধরে বিজেপি প্রার্থী হিসেবে সায়ন্তন বসুকে পরিচয় করিয়ে দিলেন চিত্রতারকা দেবিকা মুখার্জি।
বসিরহাট টাউন হল সংলগ্ন জেলা পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে ইটিন্ডা রোড ধরে বসিরহাট থানার সামনে দিয়ে আর এন মুখার্জি রোড এর উপর দিয়ে ভ্যাবলা মাঠে গিয়ে শেষ হয় বিজেপির মিছিল।